মঙ্গলবার , নভেম্বর ১২ ২০২৪
নীড় পাতা / খেলা / ক্রিকেট / নাটোরে বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই শুরু

নাটোরে বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই শুরু

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ব্যবস্থাপনায় অনূর্ধ্ব- ১৪, ১৬, ১৮ নাটোর জেলা ক্রিকেট দল গঠনে প্রাক প্রাথমিক বয়স যাচাই বাছাই শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই বাছাই প্রক্রিয়ায় শুভ উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ, স্থানীয় কোচসহ ক্রীড়া সংগঠক বৃন্দ। প্রতি বছরের ন্যায় এবারও এই বয়স ভিত্তিক ক্রিকেটার বাছাই প্রক্রিয়া শুরু করা হয়েছে।  উল্লেখ্য প্রতি গ্রুপ থেকে ৩৫ জন করে ক্রিকেটার বাছাই করে বাছাই করে তাদের প্রশিক্ষণ দেয়া হবে।  

পরবর্তীতে এদের মাঝ থেকে বয়স ভিত্তিক খেলোয়াড় বাছাই করে আন্ত জেলা ক্রিকেট টুর্নামেন্ট এ অংশ গ্রহণ করা হবে।

আরও দেখুন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নাটোর জেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক………..নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নাটোর জেলা শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ …