শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরে বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে বিলের পানিতে ডুবে রুমানী পারভীন (৫) নামের এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জােনাইল ইউনিয়নের কচুগাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুমানী ওই গ্রামের রণি মিয়ার কন্যা এবং কচুগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

জােনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, রুমাণী দুপুরে সহপাঠিদের সাথে স্কুল থেকে ফেরার পথে বিলের ধারে ফসলী জমিতে ঘুরতে গিয়ে হঠাৎ পাশের বড় খালে পড়ে যায়। পরে তার সহপাঠিরা চিৎকার শুরু করলে স্থানীয়রা গিয়ে রুমানীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুমানীক মৃত ঘোষণা করেন।

আরও দেখুন

বিদ্যালয়ের মাছ মারার ঘটনাকে অস্বীকার করে ছাত্রদলের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে পারকোল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ মারার অভিযোগে ছাত্র দলের নেতা …