মঙ্গলবার , মার্চ ২১ ২০২৩
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বঙ্গোজ্জ্বল কালী মন্দির কমিটির ডেঙ্গু প্রতিরোধে সামাজিক উদ্যোগ

নাটোরে বঙ্গোজ্জ্বল কালী মন্দির কমিটির ডেঙ্গু প্রতিরোধে সামাজিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বঙ্গোজ্জ্বল মোড়ে অবস্থিত অর্ধবঙ্গেশ্বরী রাণীভবানী কর্তৃক প্রতিষ্ঠিত বঙ্গোজ্জ্বল কালী মন্দির এর কার্যনির্বাহী কমিটি ডেঙ্গু রোগ প্রতিরোধকল্পে সামাজিক উদ্যোগ হিসেবে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে। বুধবার দুপুর আড়াইটা থেকে ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।

বঙ্গোজ্জ্বল কালী মন্দির কমিটির সভাপতি সুদীপ কুমার সরকার ও সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষের নেতৃত্বে মন্দিরের সকল সদস্য মিলে উপর বাজার মোড় থেকে বঙ্গোজ্জ্বল এর ট্রমা সেন্টার পর্যন্ত রাস্তার দুইপাশ, ড্রেন সহ বিভিন্ন জায়গায় জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কারের মাধ্যমে একটি সামাজিক উদ্যোগ পরিচালিত হয়।

এ সময় বিভিন্ন জায়গায় জমে থাকা পানি অপসারণ ও এডিস মশা জন্মাতে পারে এমন জায়গাসমূহ পরিস্কার পরিচ্ছন্ন করে মন্দির কমিটির সদস্যবৃন্দ। এতে এলাকাবাসী বঙ্গোজ্জ্বল কালী মন্দির কমিটির এই উদ্যোগকে স্বাগত জানান এবং সকলে এ বিষয়ে সচেতন হন বলে জানান সাধারণ সম্পাক বিপ্লব কুমার ঘোষ।

আরও দেখুন

নন্দীগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

নিজস্ব প্রতিবেদক:  বগুড়ার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুরে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ এএনএম আহছানুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গিরিশি চন্দ্র রায়, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, শরিফুল ইসলাম ও ফজর আলী লিটন প্রমুখ।