বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নাটোরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সদর উপজেলার আওড়াইল সরকারী প্রথমিক বিদ্যালয় (বালক) ০৩-০১ গোলে গুরুদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের (মেয়েদের) উদ্বোধনী খেলায় সদর উপজেলার আওড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে পরাজিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বি, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদসহ অন্যান্যরা। উল্লেখ্য এ টুর্নামেন্টে ৬ টি উপজেলার মোট ১২ টি দল অংশ নিবে। আগামী ৯ জানুয়ারী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …