রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ফেন্সিডিল রাখার দায়ে এক তরুণের ৭ বছরের কারাদণ্ডাদেশ

নাটোরে ফেন্সিডিল রাখার দায়ে এক তরুণের ৭ বছরের কারাদণ্ডাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ
ফেন্সিডিল রাখার দায়ে সুমন সর্দার (৩২) নামের এক তরুণকে সাত বছর সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নাটোরের বিশেষ ট্রাইবুন্যাল-৪ এর বিচারক বেগম রুবাইয়া ইয়াছমিন এই দন্ডাদেশ দেন। বিশেষ ট্রাইবুন্যাল-৪ এর সরকারি কৌসুলি লুৎফর রহমান জানান, বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন।

রায়ে আদালত জানান, আসামির বিরুদ্ধে ৭১ বোতল ভারতীয় ফেনসিডিল রাখার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড দিতে হবে, অন্যথায় তাকে আরও এক মাস বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। ঘটনার ১১ বছর পর এই দন্ডাদেশ দেওয়া হলো।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২২ সেপ্টেম্বর র‌্যাব-১২ (পাবনা) এর সদস্যরা নাটোরের লালপুরের নবিনগর মধ্যপাড়া থেকে আতর সর্দারের ছেলে সুমন সর্দারকে ৭১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। লালপুর থানায় মামলা হলে উপ পরিদর্শক সাইফুল ইসলাম তদন্ত শেষে আসামির বিরুদ্ধে ওই বছরের ১০ অক্টোবর অভিযোগপত্র দাখিল করেন। মামলার ১১ সাক্ষির মধ্যে ৬ জন সাক্ষ্য প্রদান করেছেন। বিচারে অভিযোগ প্রমাণিত হওয়ায় দন্ডাদেশ দেন বিচারক। আসামি পক্ষের আইনজীবী এমরান আলী রায়ের বিরুদ্ধে আপীল করবেন বলে জানান।

আরও দেখুন

রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর 

মৃত্যু নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি …