মঙ্গলবার , মার্চ ২১ ২০২৩
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে প্লাটফরম ফর ডায়ালগ এর আয়োজনে তথ্য অধিকার দিবস পালন

নাটোরে প্লাটফরম ফর ডায়ালগ এর আয়োজনে তথ্য অধিকার দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
‘তথ্য সবার অধিকার; থাকবে না কেউ পেছনে আর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। শনিবার সদর উপজেলার দিঘাপতিয়ায় র‌্যালী ও শিক্ষার্থী সমাবেশের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফরমস ফর ডায়ালগ প্রকল্পের অধীনে উত্তরা উন্নয়ন সংস্থা-ম্যাপ গ্রুপ

তথ্য অধিকার দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে শনিবার প্রথম দিন এক বর্ণাঢ্য র‌্যালী দিঘাপতিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এম.কে কলেজ হল রুমে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু, বিশেষ অতিথি হিসেবে উপধ্যক্ষ আমজাদ হোসেন, প্রভাষক মাহবুর রহমান, উত্তরা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফারুক আহমেদ খান, ব্রিটিশ কাউন্সিলের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর অমর ডি কস্টা প্রমূখ বক্তব্য রাখেন।

সমাবেশে তথ্য অধিকার ফরম পূরণ ও তথ্য অধিকার বিষয়ক শ্লোগান প্রতিযোগিতায় ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবং সেখান থেকে দুই বিষয়ের সেরা ২০ জনকে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে র‌্যালী, আলোচনা সভা ও সোমবার ৯ টি স্পটে তথ্য অধিকার ভ্রাম্যমান প্রচারণা অনুষ্ঠিত হবে।


আরও দেখুন

নন্দীগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

নিজস্ব প্রতিবেদক:  বগুড়ার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুরে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ এএনএম আহছানুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গিরিশি চন্দ্র রায়, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, শরিফুল ইসলাম ও ফজর আলী লিটন প্রমুখ।