রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে প্রিয়া সাহাসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

নাটোরে প্রিয়া সাহাসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

নিজস্ব প্রতিবেদক
নাটোর প্রতিনিধি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে মিথ্যা অভিযোগ করায় প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাস, প্রিয়া সাহার স্বামী মলয় কুমার সাহা এবং প্রিয়া সাহার দুই কন্যার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল নিউজ ২৪ এর নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিম বাদী হয়ে আজ রবিবার দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদের আদালতে এই মামলা দায়ের করেন।

আদালত শুনানী শেষে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আগামি ৬ আগস্ট প্রতিবদেন দাখিলের নির্দেশ দেন। মামলাটি শুনানী করেন অ্যাডভোকেট আলেক শেখ। তিনি বলেন, মামলাটি দায়েরের পর বিচারক বাদীর অভিযোগ শুনে মামলাটি গ্রহণ করেছেন।

মামলার বাদী নাসিম উদ্দিন নাসিম বলেন বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে প্রিয়া সাহা এসব বক্তব্য দিয়েছেন। তাই একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এই মামলা দায়ের করেছেন।

আরও দেখুন

সিংড়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় পুকুরের পাড় থেকে ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার …