নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ-২০১৯ পালিত

নাটোরে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ-২০১৯ পালিত

নিজস্ব প্রতিবেদক,নাটোর
“পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৯। বুধবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র উমা চৌধুরী জলি, সিভিল সার্জন ডাক্তার আজিজুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহা প্রমুখ। পরিকল্পিত পরিবার গঠনের লক্ষ্যে বাল্যবিয়ে এবং মাতৃমৃত্যু রোধে এই পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৯ পালিত হচ্ছে। কৈশোরকালীন মাতৃত্বের কারণে বাংলাদেশে এখনও মাতৃমৃত্যুর হার কমানো যাচ্ছে না- উল্লেখ করে বক্তারা এই দিকে সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …