রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ

নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু(০৭) কে ধর্ষন চেষ্টায় আব্দুর রহমান(১৭)কে ১০ বছরের আটক আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার বেলা ১১ টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম অভিযুক্তর উপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন । দন্ডপ্রাপ্ত আব্দুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া টলটলিয়া পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে। আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান ও মামলার এজাহার সুত্রে জানান, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে  লক্ষিপুর খোলাবাড়িয়া বাজারে মুদিখানা দোকান থেকে ডেকে নিয়ে আতর আলীর আমের বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এঘটনায়  শিশুটি অসুস্থ হয়ে পড়ে । পরে তার স্বজনদের ঘটনাটি জানালে শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় শিশুটির দাদা নুরুন্নবী বাদি হয়ে আব্দুর রহমান ও মাসুমকে আসামি করে  নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ মামলাটি তদন্ত করে আব্দুর রহমান কে অভিযুক্ত করে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন। দীর্ঘ ৯ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক।

আরও দেখুন

লালপুরে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক লালপুর……..ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী বনলতা এক্সপ্রেসট্রেনের ধাক্কায় নাটোর লালপুরে রমজান(৩২)নামের এক …