রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

নাটোরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
নাটোরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টিআইবি’র সচেতন নাগরিক কমিটি আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিক, বেসরকারী সংস্থার কর্মকর্তা ও তথ্য কর্মকর্তাবৃন্দ অংশ নেন। 

ওরিয়েন্টেশনে কর্মসূচির প্রয়োজনীয়তার ওপর বক্তব্য রাখেন সনাক সভাপতি রনেন রায়, সাবেক সভাপতি ও সাংবাদিক রেজাউল করিম রেজাসহ অন্যান্যরা। এ সময় টিআইবি’র রাজশাহী ক্লাষ্টারের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী মূূল বিষয়ের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।

আরও দেখুন

রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর 

মৃত্যু নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি …