বৃহস্পতিবার , ডিসেম্বর ৭ ২০২৩
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ডেঙ্গু রোগীদের দেখতে হাসপাতালে জেলা প্রশাসক

নাটোরে ডেঙ্গু রোগীদের দেখতে হাসপাতালে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু রোগীদের দেখতে হাসপাতালে গেলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। বুধবার বিকেলে তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে যান। এ সময় তিনি রোগী এবং তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন। রোগী এবং তার আত্মীয় স্বজনদের আশ্বস্ত করে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ বলেন, ‘চিকিৎসার কোন সংকট নেই। সমস্ত ওষুধ পত্র এখানে পাবেন বিনামূল্যে, কোন সমস্যা হবে না।’

উপস্থিত সবাইকে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোন জায়গায় পানি জমতে না দেয়াসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এই সময় তার সঙ্গে ছিলেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার মাহবুবুর রহমানসহ চিকিৎসক-নার্স বৃন্দ।

আরও দেখুন

বাগাতিপাড়া জেলার প্রথম ক্যাশলেস উপজেলা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়া উপজেলার সকল সরকারি দপ্তরকে প্রশাসনিকভাবে জেলার প্রথম ক্যাশলেস উপজেলা হিসেবে ঘোষণা …