শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নাটোরে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষরা

নাটোরে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে পূর্ব বিরোধের জের ধরে জেলা স্বেচ্ছাসেবক দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমির হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় আমির হোসেনকে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত আমির হোসেন সদর উপজেলার লক্ষ্মীপুর চৌরী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্ত বিস্তার নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমির হোসেনের সাথে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন আহমেদের বিরোধ চলে আসছিল। আজ বেলা সাড়ে ১১ টার দিকে আমির হোসেন বাড়ী থেকে বের হয়ে লক্ষ্মীপুর হাট এলাকায় আসলে সভাপতি শামসুদ্দিন আহমেদের সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর এলোপাথারি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় আমির হোসেনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও দেখুন

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …