শনিবার , ডিসেম্বর ৭ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / ইতিহাস ও ঐতিহ্য / নাটোরে জাঁকজমকভাবে মুজিববর্ষের ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন

নাটোরে জাঁকজমকভাবে মুজিববর্ষের ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা কার্যক্রমের জাঁকজমক উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের মাদ্রাসা মোড় এলাকার স্বাধীনতা চত্বরে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আজ থেকে ৬৬ দিনের ক্ষণগণনা করে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত দিবসে মুজিববর্ষ’র সূচনাতে এই ক্ষণগণনাকাল শেষ হবে। একই সাথে জেলার সকল উপজেলাতেও প্রতিস্থাপিত যন্ত্রে ক্ষণগণনা কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিস্থাপিত ক্ষণগণনা যন্ত্র এলাকাটি দুপুরের মধ্যে বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে। মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, জেলা পর্যায়ের কর্মকর্তারা রাজধানী থেকে জাতীয় সম্প্রচার শুরু হওয়ার আগে মাল্টিমিডিয়ায় নাটোর ভিত্তিক ‘বদলে যাচ্ছে নাটোর’ প্রামাণ্যচিত্র উপভোগ করেন। এরপর মাল্টিমিডিয়ায় শুরু হয় ক্ষণগণনা উদ্বোধনের জাতীয় সম্প্রচার।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপ পরিচালক গোলাম রাব্বি, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেছা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান, পৌরসভার মেয়র উমা চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু প্রমুখ।

আরও দেখুন

গুরুদাসপুরে বিনা নোটিশে

ব্যবসায়ীকে উচ্ছেদ, জায়গা ফিরে পাওয়ার দাবি নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে বিনা নোটিশে বস্ত্র ব্যবসায়ীকে দোকান …