মঙ্গলবার , এপ্রিল ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে জলাবদ্ধতা থেকে মুক্ত হল হাজার বিঘা ফসলি জমি

নাটোরে জলাবদ্ধতা থেকে মুক্ত হল হাজার বিঘা ফসলি জমি

নিজস্ব প্রতিবেদক: নাটোরে জলাবদ্ধতা থেকে মুক্ত হল হাজার বিঘা জমি।৩ নং দিঘাপতিয়া ইউনিয়ন ইসলাবাড়ী সেলিমের মিলের সামনে ব্রিজ হতে বগুড়া রোড পর্যন্ত প্রত্যেকের বাড়ির সামনে খাল বন্ধ করে দিয়ে রাস্তা নির্মাণ করায় বিলের পানি নিষ্কাশনের ব্যাহত হয। এতে প্রায় হাজার বিঘা জমিতে স্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ইসলা বাড়ি বিলের হাজার হাজার বিঘা জমি পানিতে তলিয়ে থাকে কোন ফসল করা যায় না। স্থানীয় কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করে তাদের সমস্যা নিরসনে। বৃহস্পতিবার বিকেলে স্বশরীরে উপস্থিত থেকে পানি নিস্কাশনের জন্য পুনরায় খাল খনন কাজ শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। এই সময় তার সঙ্গে ছিলেন দিঘাপতিয়া ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার ওমর শরীফ চৌহান। উপজেলা নির্বাহী অফিসার জানান, এতে এই এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।

আরও দেখুন

নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের একদিন পর ভুট্টার জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের একদিন পরে সোহেল রানা (২৮)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *