শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে গ্রেফতারকৃত নাইজেরিয়ান নাগরিক দুই দিনের রিমান্ডে

নাটোরে গ্রেফতারকৃত নাইজেরিয়ান নাগরিক দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নাটোরে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার সময় জিম ওরফে জেমস নামে গ্রেফতারকৃত নাইজেরিয়ান নাগরিকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এই আবেদন মঞ্জুর করেন। নাটোর ডিবি পুলিশের উপ পরিদর্শক লিটন কুমার সাহা ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শহরের চকরামপুর এলাকা থেকে প্রতারণাকালে গত ৪ জুলাই বৃহস্পতিবার জেমসকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিম নাইজেরিয়ার বেনিন শহরের ইয়ারীর ছেলে। সে নাটোরের গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামের স্কুল শিক্ষক দেলোয়ার জাহানের সাথে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলে বিভিন্নভাবে বিদেশে নিয়ে যাওয়া এবং ব্যবসা করে অনেক টাকার লোভ দেখায়। এভাবে জিম দেলোয়ার জাহানের কাছ থেকে ২ লাখ ৯২ টাকা হাতিয়ে নেয়। এরই এক পর্যায়ে জিম পুনরায় তার কাছে আরো ২ লাখ ৫০ হাজার টাকা দাবী করে। ঘটনাটি দেলোয়ার জাহানের সন্দেহ হলে নাটোরের গোয়েন্দা(ডিবি) পুলিশকে জানায়। ৪ জুলাই সকালে শহরের চকরামপুর এলাকায় জিম টাকা নিতে এলে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী ড্রাইভিং লাইসেন্স ও একটি ভিসার কাগজ পাওয়া যায়।



আরও দেখুন

নাটোরে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন শীত বস্ত্র বিতরন

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,নাটোরে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন শীত বস্ত্র বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা …