শুক্রবার , সেপ্টেম্বর ১৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে গার্ল গাইডস্ এর জাতীয় শোক দিবস উদযাপন

নাটোরে গার্ল গাইডস্ এর জাতীয় শোক দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নাটোরে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উদযাপন করেছে নাটোর জেলা গার্ল গাইডস্ এসোসিয়েশন। বৃহষ্পতিবার সকালে নব বিধান উচ্চ বালিকা বিদ্যালয়ে এই উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকারের সভাপত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এবং নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মালেক শেখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি রচনা ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা হামিদা বানু, কামরুন্নাহার বেলী প্রমুখ।

আরও দেখুন

লালপুরে শফিউল ইসলামের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক:   লালপুর,নাটোর, ১২ সেপ্টেম্বর নাটোর লালপুরের নবীনগর গ্রামের মরহুম ইছার উদ্দিন প্রামাণিকের ছেলে অধ্যাপক …