শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও উপকরণ বিতরণ

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় নাটোর সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষাথীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ এবং স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঐচ্ছিক তহবিল হতে চিক বিতরন করা হয়েছে।

বুধবার দুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপবৃত্তির চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি।

এ উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শামসুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনুসহ অন্যান্যরা।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …