রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

নাটোরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

নিজস্ব প্রতিবেদক
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার সকাল ১১ টার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্র বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুলিশ সেডে আয়োজন করা হয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, জেলা পরিশদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান,কমিউনিটি পুলিশিংএর সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ পুলিশ কর্মকর্তারা। বক্তারা বলেন সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা ছাড়া শুধুমাত্র পুলিশ প্রশাসন সমাজের সকল বিশৃংখলা দূর করতে পারে না। সে কারণে ২০১৪ সালে কমিউনিটি পুলিশিংএর সৃষ্টি হয়। তাদের সহযোগিতায় সহজেই সকল বিশৃংখলা দূর করা সম্ভব। তাই সমাজের সকল স্তরের মানুষের সচেতন হয়ে যেকোন প্রকার বিশৃংখলার খবর পুলিশের কাছে পৌঁছে দিতে হবে।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *