নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে এনএনএমসি জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সংগঠনটির সভাপতি সাংবাদিক বুলবুল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।
সংগঠনটির সাধারন সম্পাদক কালিদাস রায়ের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, পুলিশ সুপারের প্রতিনিধি বিকর্ণ কুমার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এনএনএমসি কমকর্তা শফিকুল ইসলাম, সংগঠনের জেলা সহ সভাপতি অ্যাড. ফারহানা পারভিন, নাটোর সদর উপজেলা সভাপতি অ্যাড. ভাস্কর বাগচী প্রমুখ।
সভায় জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তর হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিতদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতের ঘোষণা দেওয়া হয়।
আরও দেখুন
রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ
নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম …