নিজস্ব প্রতিবেদক
নাটোরে “চাকুরী চাইব না, চাকুরী দেব” শীর্ষক উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আয়োজনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল দশটার দিকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(BIDA) প্রধানমন্ত্রীর কার্যালয়, উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আয়োজনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় কাজ করছে জেলা প্রশাসন, নাটোর।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুল ইসলাম, দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন উদ্যোক্তা প্রতিষ্ঠান কর্মকর্তাগণ। উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ESDP) উদ্যোক্তাদের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করেছে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হবে।
আরও দেখুন
সিংড়ায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের
লিফলেট বিতরণ নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,জুলাইয়ের প্রেরণা দীতে হবে ঘোষণা সগানে জুলাই বিপ্লবেরঘোষণাপত্রের’ পক্ষে জনমত তৈরির …