বুধবার , জানুয়ারি ২২ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে ইয়াবাসহ যুবক আটক

নাটোরে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ৮৮৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ জহুরুল ইসলাম (২৯) নামে ১ যুবককে আটক করেছে র‌্যাব। রবিবার দুপুর একটার দিকে সদর উপজেলার তোকিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জহুরুল ইসলাম (২৯)  রাজশাহী মহানগরী বেলপুকুর থানার মধ্য জামিরা এলাকার জিয়াউর রহমানের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি এ, কে, এম, এনামুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের  একটি অপারেশন দল রবিবার দুপুর একটার দিকে সদর উপজেলার তোকিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।  এসময় ইয়াবা সংরক্ষণ ও বিক্রয়কালে ৮৮৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহুরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।  এসময় তার ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সদর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুন

নলডাঙ্গায় দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ ও বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,, উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও বার্ষিক সাধারণ সভা …