নিজস্ব প্রতিবেদক
‘বহু ভাষায় সাক্ষরতা উন্নত জীবনের নিশ্চয়তা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে রবিবার বেলা ১০ টার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসাইন, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ সহ অন্যান্যরা।
আরও দেখুন
দীর্ঘ ২০ মাস পরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চালআমদানি শুরু
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,সরকার ভারত থেকে চাল আমদানিতে পুরোপুরি শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায়অবশেষে দীর্ঘ ২০ মাস …