নিজস্ব প্রতিবেদক
“বয়সের সমতার পথে যাত্রা” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে নাটোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে শহরের মাদ্রাসা মোড় থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শরীফুন্নেসার নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব সহ অন্যান্যরা।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …