শুক্রবার , অক্টোবর ১৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে আদিবাসীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

নাটোরে আদিবাসীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আদিবাসীদের জীবনমান উন্নয়নে নাটোরে শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় কমিশনার নূরুর রহমান এই সামগ্রী বিতরণ করেন।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জাতীয় আদিবাসি পরিষদ নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কালিদাস রায় প্রমুখ।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের বিশেষ এলাকার আদিবাসীদের জীবনমান উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায়  দুই  শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ এবং ১০জন আদিবাসী নারীকে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

আরও দেখুন

নাটোরের কালবেলার দুই বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,,,,,,, আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে নাটোরের কালবেলার সাফল্য দুই বছর পূর্তির অনুষ্ঠান …