নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নাটোরে আজ সাত জন করোনা আক্রান্ত

নাটোরে আজ সাত জন করোনা আক্রান্ত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে আজ সাত জন করোনা আক্রান্ত হয়েছেন। আজ ১৪ জুলাই বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। এদের মধ্যে নাটোর সদরের তিনজন, সিংড়ার একজন এবং বড়াইগ্রামের তিনজন। এই সাতজনের মধ্যে ৬ জন পুরুষ এবং একজন নারী। এদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের মেডিকেল অফিসার রয়েছেন। এ নিয়ে জেলায় ৩৬২১৫ জনের নমুনা পরীক্ষা করে সনাক্ত হয়েছে ৯৯৫৭ জন। করোনা আক্রান্তদের মধ্যে ১৬৯ জনের মৃত্যু হয়েছে।

সদর হাসপাতালে সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ রায় জানান, শনাক্ত রোগীরা বাড়িতেই কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। যেহেতু করোনা সনাক্ত হার বেড়ে যাচ্ছে এখনই মানুষকে সচেতন হতে হবে। মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ।

আরও দেখুন

নাটোরের নলডাঙ্গায় গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  নাটোরের নলডাঙ্গায় রেলওয়ের একটি জলাশয় লিজ নিয়ে বিরোধে এক মহিলাকে জড়িয়ে মামলায় গ্রেফতারকৃত …