বৃহস্পতিবার , অক্টোবর ১০ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে আইনজীবী কর্তৃক আ’লীগ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নাটোরে আইনজীবী কর্তৃক আ’লীগ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর আইনজীবী সমিতির সদস্য ও দৈনিক বারবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলেক শেখকে হত্যা চেষ্টার অভিযোগে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নুন বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত শুনানী শেষে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারীর নির্দেশ দিয়েছেন। মামলার বাদি আলেক উদ্দিন শেখ জানান, সোমবার নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নুকে একমাত্র আসামি করে নাটোর সদর আমলী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয় গত ১৮ ডিসেম্বর রাতে আলেক শেখকে কেন্দ্রীয় আওয়ামীলীগের সম্মেলনে ডেলিগেট রাখা হয়েছে কিনা জানতে চাওয়ার অভিযোগে তাকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আটকে রেখে চোখে মুখে ও মাথায় আঘাত করে হত্যা চেষ্টা করেন হাবিবুর রহমান চুন্নু । এসময় আওয়ামীলীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপে তিনি প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হন। আঘাতের কারণে বাদি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাথায় গুরুতর আঘাতের কারণে তাঁকে মস্তিস্কের সিটিস্ক্যান করতে হয়েছে। তাতে কিছু সমস্যা ধরা পড়েছে। আদালতের দায়িত্বে থাকা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মামুনুর রশিদ বাদির বক্তব্য ও চিকিৎসার কাগজপত্র পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে সরাসরি অভিযোগ আমলে নিয়ে সমন জারীর নির্দেশ দিয়েছেন। গতকালই তিনি সমন আদালতে জমা দিয়েছেন। মামলায় সাক্ষি করা হয়েছে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলিপ দাস ও নাটোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লবসহ ১৫ জনকে।

আরও দেখুন

মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

নিজস্ব প্রতিবেদক….. নাটোরে পূজা মন্দির পরিদর্শন করেন রাজশাহীতে কর্মরত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। …