বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / খেলা / নাটোরে অনুর্ধ্ব ১৬ স্কুল ফুটবল লীগের কোয়ার্টার ফাইনাল শুরু

নাটোরে অনুর্ধ্ব ১৬ স্কুল ফুটবল লীগের কোয়ার্টার ফাইনাল শুরু

নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুর্ধ্ব ১৬ স্কুল ফুটবল লীগের প্রথম কোয়ার্টার ফাইনাল শুরু হয়েছে। শুক্রবার নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদক তারাও নাটোর বাঁচাও” শ্লোগানকে প্রতিপাদ্য করে নাটোরে অনুষ্ঠিত হচ্ছে এই ফুটবল লীগ। এতে নাটোর জেলার বিভিন্ন স্কুলের ফুটবল দল অংশগ্রহণ করছে। শুক্রবার প্রথম ম্যাচে নাটোরের মহারাজা জে এন স্কুল এন্ড কলেজ একাদশ ৪-০ গোলে নাটোরের গ্রীন একাডেমি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

দ্বিতীয় ম্যাচে অংশ নেয়া সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ একাদশ এবং লালপুর শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় একাদশের মধ্যেকার খেলা টাইব্রেকারের মধ্যে দিয়ে শেষ হয়। এই ম্যাচে জয়ী হয় লালপুর শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় একাদশ।

আরও দেখুন

নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩

নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …