শুক্রবার , জুলাই ২৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরে অতিথি পাখির মাংশ বিক্রির অপরাধে একজনের কারাদণ্ড

নাটোরে অতিথি পাখির মাংশ বিক্রির অপরাধে একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নাটোরে অতিথি পাখিসহ বিভিন্ন প্রকার দেশীয় পাখির মাংশ দিয়ে কাবাব ও চপ বানিয়ে বিক্রির অপরাধে হাফিজুল ইসলাম নামে একজনের এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে সদর উপজেলার অর্জুনপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামছুল আরেফিন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে অর্জুনপুর গ্রামে হাফিজুল ইসলাম রাতচোরা, বাঘারি, ঘুঘু, ডাহুক, চাকলা, বালিহাঁস, শামুকখোল, বকসহ অন্তত ৩০ প্রকার পাখির মাংসের চপ বিক্রি করতো। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমান বক, বালিহাঁস, চড়ুই পাখির মাংশ জব্দ করা হয়।

পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ২০১২ সালের ৬ এর ক অনুচ্ছেছদ অনুযায়ী হাফিজুলকে এক বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়। পাখি সরবরাহকারী ও শিকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

আরও দেখুন

নগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চলের জনপ্রতিনিধি ও  আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ২৪ জুন ২০২৪ দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে  রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল …