নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষদের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন উপজেলার খাজুরা ইউনিয়ন আওয়ামী ’লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন মঙ্গলবার সকালে তার নিজ ব্যক্তিগত তহবিল থেকে খাজুরা ইউনিয়নের ৩০ টি সিএনজি চালক পরিবারে মাঝে চাল, ডাল, আলু, তেল, লবন ও একটি সাবান তাদের বাড়িতে পৌছে দেন মুকুল হোসেন।
এ বিষয়ে কথা হলে আ.লীগ নেতা মুকুল হোসেন বলেন, তথ্য ও যোগাযগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশে আমরা এইসব খাদ্য সামগ্রী খেটে খাওয়া দিন মুজুর মানুষের কাছে পৌছে দিচ্ছি। তিনি আরো বলেন অপ্রয়োজনে বাহিরে ঘুরবেন না কেউ। সহায়তা পাবার উপযুক্ত কেউই অভুক্ত থাকবে না। সরকারি নিদের্শনায় কর্মহীনদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি আমরা।
