রবিবার , জানুয়ারি ১২ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের লালপুর থেকে ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র‌্যাব

নাটোরের লালপুর থেকে ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, লালপুর
নাটোরের লালপুর থেকে ফেনসিডিলসহ বাবু মিয়া নামে একজনকে আটক করেছে র‌্যাব। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ১শ বোতল ফেন্সিডিলসহ বড়বাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বাবু মিয়া রাজশাহী জেলার চারঘাট উপজেলার রায়পুর গ্রামের হযরত আলীর ছেলে।

র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসপি রাজিব আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল লালপুর উপজেলা বড়বাড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ব্যাটারি চালিত ভ্যান থেকে ১শ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়। এ সময় ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়। সে এই ফেনসিডিল সংরক্ষণ এবং বিক্রির কথা উপস্থিত জনসমক্ষে স্বীকার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …