বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের লালপুরে ২ টি ইউপিতে উপ- নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ

নাটোরের লালপুরে ২ টি ইউপিতে উপ- নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ

লালপুরের ৪ নং আড়বাব ও ৮ নং দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন অফিস ও স্থানীয় সুত্রে জানা যায়, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আড়বাব ইউপি চেয়ারম্যান ইসহাক আলী গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান নির্বাচিত হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়। পরে নির্বাচন কর্মকর্তা এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে তফসিল ঘোষণা করে ।

চেয়ারম্যান পদে ৪ জন যথাক্রমে মো: ইমদুল হক (নৌকা), মো. গোলাম মোস্তফা (আনারস) ও মো. আশরাফুল ইসলাম ঝন্টু, (মোটরসাইকেল) ও আবজালুর রহমান ( ঘোড়া) অংশগ্রহণ করেছেন।

সেই সাথে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে এইবারে প্রথম ইভিএম পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

আরও দেখুন

বড়াইগ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সরকার বাড়ি চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামের গোপালপুর সূর্য তরুণ সংঘ আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাবিব …