নিজস্ব প্রতিবেদক, লালপুর
উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষন আনুষ্ঠিত হয়েছে। লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে (২৪ সেপ্টেম্বর) সমবায় কর্মকর্তা মো: আদম আলীর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি। প্রশিক্ষন প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নাটোর জেলা সমবায় অফিসের পরিদর্শক ইবনে জামান মো: ফয়জুল কবীর।
এতে বিভিন্ন সমবায় সমিতির ২৫ জন সদস্য অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি বলেন, বাল্য বিয়ে, যৌতুক, মাদক, জঙ্গী বিরোধী কাজে সমবায়ীদের এগিয়ে আসতে হবে।
