রবিবার , সেপ্টেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের লালপুরে চার বছরেও আবুল হত্যার বিচার না হওয়ায় প্রতিবাদ

নাটোরের লালপুরে চার বছরেও আবুল হত্যার বিচার না হওয়ায় প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, লালপুর
চার বছর পেরিয়ে গেলেও নাটোরের লালপুর উপজেলার রামকান্তপুর গ্রামের কৃষক আবুল হোসেন হত্যার বিচার না হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। শুক্রবার সকালে কুজিপুকুর-ঈশ্বরদী সড়কের রামকান্তপুর বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের পরিবার, মহিলাসহ এলাকার সর্বস্থরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন ছাত্রনেতা মাহদীর রহমান উজ্জল, সমাজ সেবক মহির উদ্দিন মোল্লা, ওমর আলী সরদার প্রমুখ। বক্তারা বলেন, ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে প্রকাশ্য দিবালোকে রামকান্তপুর গ্রামের আয়নাল হক পার্শ্ববর্তী ধানাইদহ গ্রামের আরো ৩জনের সহযোগিতায় আবুল হোসেনকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা খাতুন বাদী হয়ে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারী থানায় মামলা করেন। দীর্ঘ ৪ বছর অতিবাহিত হলেও তার বিচার সম্পন্ন না হওয়ায় আসামীরা জামিনে মুক্তি পেয়ে নিহতের পরিবারসহ স্বাক্ষীদের ভয়ভিতি দেখাচ্ছে। এলাকাবাসী অনতিবিলম্বে আবুল হোসেনকে হত্যার বিচার দাবী করেন।

আরও দেখুন

সিংড়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় পুকুরের পাড় থেকে ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার …