নিজস্ব প্রতিবেদক
নাটোরের মানুষ জানেই না হরতালের কথা। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের সমর্থনে কোনরকম মিছিল মিটিং পিকেটিং কোন কিছুই লক্ষ্য করা যায়নি। রবিবার সকাল ছয়টা থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এরকম চিত্র। নাটোরের যানবাহন চলাচল ছিল একেবারেই স্বাভাবিক কোন দোকান-পাটও বন্ধ রাখে নি কেউ। নাটোরের সব এলাকাতেই জনগণের একটি প্রশ্ন, ‘কবে হরতাল ডাকল, কারা ডাকলো!‘
এমনকি হরতাল মোকাবেলায় পুলিশেরও কোন প্রস্তুতি দেখা যায়নি।
আরও দেখুন
প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে পাল্টা “সংবাদ সম্মেলন”
নিজস্ব প্রতিবেদক, লালপুর:নাটোরের লালপুরে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে পাল্টা “সংবাদ সম্মেলন” করেছেন ভুক্তভোগী উপজেলার ৭নং …