সোমবার , অক্টোবর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের মানুষ জানেই না আজ হরতাল!

নাটোরের মানুষ জানেই না আজ হরতাল!

নিজস্ব প্রতিবেদক
নাটোরের মানুষ জানেই না হরতালের কথা। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের সমর্থনে কোনরকম মিছিল মিটিং পিকেটিং কোন কিছুই লক্ষ্য করা যায়নি। রবিবার সকাল ছয়টা থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এরকম চিত্র। নাটোরের যানবাহন চলাচল ছিল একেবারেই স্বাভাবিক কোন দোকান-পাটও বন্ধ রাখে নি কেউ। নাটোরের সব এলাকাতেই জনগণের একটি প্রশ্ন, ‘কবে হরতাল ডাকল, কারা ডাকলো!‘
এমনকি হরতাল মোকাবেলায় পুলিশেরও কোন প্রস্তুতি দেখা যায়নি।

আরও দেখুন

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভায় মহড়া অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক……“আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরে আন্তর্জাতিক …