বুধবার , অক্টোবর ৪ ২০২৩
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের মহিলা পরিষদের সাংগঠনিক মাস ২০১৯ এর সমাপনী সভা

নাটোরের মহিলা পরিষদের সাংগঠনিক মাস ২০১৯ এর সমাপনী সভা

নিজস্ব প্রতিবেদক
নাটোরের মহিলা পরিষদের সাংগঠনিক মাস ২০১৯ এর সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। “সংগঠকের গুনগতমান বৃদ্ধি করি-সংগঠনের স্থায়িত্ব নিশ্চিত করি” এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, নাটোর জেলা শাখার আয়োজনে সাংগঠনিক মাস পালন ২০১৯ এর সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল চারটার দিকে এই সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদের সভানেত্রী দিলারা বেগম পারুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস প্রমূখ। এই অনুষ্ঠানে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল কে মহিলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

আরও দেখুন

ঢাকায় নির্মিত হচ্ছে ১৫০ মিটার উঁচু নান্দনিক ভবন

নিউজ ডেস্ক:রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকায় নির্মিত হতে যাছে ১৫০ মিটার উঁচু ভবন। আকাশছোঁয়া নান্দনিক ভবনটির …