সোমবার , অক্টোবর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্র্রাম
নাটোরের বড়াইগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মেহেদী হাসান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুইজন। আহতদের স্থানীয় ক্লিনিক এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে টাঙ্গাইল থেকে একটি মোটরসাইকেল যশোরের সারষা যাচ্ছিল। এসময় মেহেরপুর থেকে নাটোরগামী অপর মোটরসাইকেলের সাথে বড়াইগ্রাম উপজেলার গোধরা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টাঙ্গাইল থেকে আসা মোটরসাইকেল চালক মেহেদী হাসান নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে একজনকে স্থানীয় ক্লিনিকে এবং অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহত মেহেদী হাসান যশোরের সারষা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আরও দেখুন

বেড়াতে এসে কেউটে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ……….নাটোরের বড়াইগ্রামে কাল কেউটে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে১৯ দিন চিকিৎসাধীন থাকার …