শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বাগাতিপাড়ায় ভিমরুল কেড়ে নিল শিশুর প্রাণ

নাটোরের বাগাতিপাড়ায় ভিমরুল কেড়ে নিল শিশুর প্রাণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার দয়ারামপুর তালতলা বিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাফি আহমদ (৫) উপজেলার তালতলা বিলপাড়া এলাকার চান মিয়ার ছেলে। সে তালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীতে পড়তো।

স্কুলের প্রধান শিক্ষক নিলীমা রানী জানান, শুক্রবার দুপুরে খেলাচ্ছলে ভিমরুলের চাকে ঢিল ছুঁড়লে ভিমরুল কামড় দেয় শাফিকে। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও তাতে গুরুত্ব না দিয়ে শাফির স্বজনরা তাকে রাতে বাড়ি নিয়ে যায়। রাতভর যন্ত্রনায় কাতরাতে কাতরাতে শনিবার ভোর ৫টার দিকে মারা যায় শাফি।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …