রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বাগাতিপাড়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়া থেকে জাকিয়া সুলতানা সোনালী নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মালিগাছা সাজি পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোনালী সাজি পাড়ার সুমন আহমেদের মেয়ে। সোনালী লোকমানপুর মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্রী ছিল।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে সোনালী তার ছোট বোনের সাথে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে পাশের একটি ফাঁকা ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় সোনালীর মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রেম সংক্রান্ত কারণে সোনালী আত্মহত্যা করেছে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …