বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বাগাতিপাড়ায় বিদেশী রিভলবারসহ একজন আটক

নাটোরের বাগাতিপাড়ায় বিদেশী রিভলবারসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় বিদেশী রিভলবার সহ জসিম উদ্দিন (২৮) নামে একজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে উপজেলার গালিমপুর মোড় থেকে আটক করা হয়। আটক জসিম উপজেলার গালিমপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে ।

র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল উপজেলার গালিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অপেক্ষারত জসিম উদ্দিন এর কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও একটি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব আরও জানায় জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্রটি জসিম বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিল বলে জনসমক্ষে স্বীকার করে। পরে জসিমের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও বালু উত্তোলনের বিরুদ্ধে শক্ত অবস্থানে উপজেলা প্রশাসন, নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা 

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও বালু উত্তোলনের বিরুদ্ধে শক্ত অবস্থানে উপজেলা প্রশাসন। …