রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বহুল সমালোচিত শিক্ষক আব্দুল হাকিমকে বদলি করা হয়েছে
নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আটককৃত শিক্ষক আব্দুর রহিম

নাটোরের বহুল সমালোচিত শিক্ষক আব্দুল হাকিমকে বদলি করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বহুল সমালোচিত শিক্ষক আব্দুল হাকিমকে নোয়াখালী জেলায় বদলি করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই প্রজ্ঞাপন জারী করে। অধিদপ্তরের প্রজ্ঞাপনে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আব্দুল হাকিমকে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ওছখালি কে. এস.এস সরকারী উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়।

এছাড়া নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডলকে নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে পদায়ন দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শিফটের তৃতীয় শ্রেণির ছাত্রীকে বিদ্যালয় প্রাঙ্গনে যৌন হয়রানি করেন শরীরচর্চা শিক্ষক আব্দুল হাকিম। এই ঘটনায় ওই দিনই ছাত্রীর অভিভাবক বিষয়টি প্রধান শিক্ষক আব্দুল মতিনের কাছে অভিযোগ করলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি তিনি।

এরপর ওই ছাত্রীর পরিবার ২৬ আগস্ট নাটোর থানায় অভিযোগ করলে পুলিশ আব্দুল হাকিমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। বর্তমানে তিনি নাটোর কারাগারে রয়েছেন।

আরও দেখুন

রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর 

মৃত্যু নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি …