বুধবার , অক্টোবর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের বনপাড়ায় বাসে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার

নাটোরের বনপাড়ায় বাসে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নাটোরে বনপাড়া একটি বাসে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে হাইওয়ে পুলিশের একটি দল। শুক্রবার রাত একটার দিকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫৫৬২) তল্লাশি চালায় বনপাড়া হাইওয়ে পুলিশ এস আই মাহফুজুর রহমান সাজেন্ট সরওয়ার ও এএসআই ইউসুফ আলী। এ সময় মালিকবিহীন একটি ব্যাগে রক্ষিত ৫৯ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা যায়নি।

বনপাড়া হাইওয়ে পুলিশ এস আই মাহফুজুর রহমান জানান, জব্দকৃত ফেনসিডিল হাইওয়ে থানার মালখানায় রক্ষিত আছে। বিজ্ঞ আদালতের নির্দেশনা পেলে সেগুলি ধ্বংস করা হবে।

আরও দেখুন

নাটোরে পাশের হার ৭৮.৪২, জিপিএ-৫ পেয়েছে ১৪৬৩

নিজস্ব প্রতিবেদক……. নাটোরে চলতি বছর ৮ হাজার ৯৯২ জন এইএচসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে।১১ …