রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে গরীব ও দুঃস্থ্যদের মাঝে হুইলচেয়ার বিতরণ

নাটোরের বড়াইগ্রামে গরীব ও দুঃস্থ্যদের মাঝে হুইলচেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে গরীব ও দুঃস্থ্যদের মাঝে ২৭টি হুইল চেয়ার বিতরণ করেছেন নাটোর জেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গরীব ও দুঃস্থ্যদের মাঝে ২৭টি হুইল চেয়ার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আবুল কালাম জোয়াদ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, বনপাড়া পৌর আ’লীগের যুগ্ন সম্পাদক আবুল কালাম আজাদ, ওয়ার্ড কাউন্সিলর শরীফুন্নেসা শিরিন, আ’লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক, জাকির সরকার ও ফেরদৌস উল আলম সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বড়াইগ্রামে মামতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ………. নাটোরের বড়াইগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্য সংঘর্ষে তোরাব …