শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের পেট্রোল পাম্পে ধর্মঘট

নাটোরের পেট্রোল পাম্পে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, নাটোর
কমিশন বৃদ্ধি, ট্যাঙ্কলড়ি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ ,লাইসেন্স জটিলতা, ট্যাঙ্কলড়ির ভাড়া বৃদ্ধি সহ ১৫ দফা দাবিতে নাটোরের সকল পেট্রোল পাম্পে শুরু হয়েছে অনির্দিস্টকালের ধর্মঘট।

ধর্মঘটের প্রথম দিন রবিবার ভোর থেকে পাম্প গুলোতে তেল বিক্রি বন্ধ করে দেয় ফিলিং স্টেশনের মালিক ও কর্মচারীরা। এর ফলে তেল নিতে গিয়ে ফিরে আসে যানবাহন চালককেরা। ধর্মঘটের ফলে মোটরসাইকেলের চালকেরাও বিপাকে পড়ে। মোটরসাইকেলের জন্য তেল সংগ্রহে তারা ছুটে যায় গ্রামের বা পথের মোড়ের খুচরা পেট্রোল বিক্রেতাদের কাছে। সেখানেও সকাল ১০টার মধ্যে তেল শেষ হয়ে যায়।

পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনর রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পিকে জানান, দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন করে কোন ফল না হওয়ায় পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলড়ি মালিক-শ্রমিক ঐক্যপরিষদ যৌথ ভাবে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে পূর্ব ঘোষনা অনুযায়ী আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …