শুক্রবার , সেপ্টেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত

নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
নাটোরের নলডাঙ্গা উপজেলার সড়কুতিয়া গ্রামে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সৈয়দ আলী (৪৮) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির পাশে বাঁশ বাগানে বাঁশ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলী ওই গ্রামের মৃত আজগর আলীর ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) মোঃ উজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সৈয়দ আলী পেশায় একজন কৃষক। তিনি মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির পাশে বাঁশ বাগানে গিয়ে বাঁশ কাটছিলেন। এসময় একটি কাটা বাঁশ বাগানের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে গিয়ে স্পর্শ করে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান সৈয়দ আলী।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …