বৃহস্পতিবার , অক্টোবর ১০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের দিঘাপতিয়ায় গার্ল গাইডস্ এর ডেঙ্গু প্রতিরোধে আলোচনা

নাটোরের দিঘাপতিয়ায় গার্ল গাইডস্ এর ডেঙ্গু প্রতিরোধে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
নাটোরের দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ে নাটোর সদর উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েশন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক ও দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মজিবর রহমান। এছাড়াও নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা ও শিক্ষা অফিসার হামিদা বানু এবং নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও জেলা গার্ল গাইডস্ এর কর্মকর্তা কামরুন্নাহার বেলী, দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাপসী চক্রবর্তী প্রমুখ।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে গার্ল গাইডস্ এর সদস্যদেরকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও দেখুন

মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

নিজস্ব প্রতিবেদক….. নাটোরে পূজা মন্দির পরিদর্শন করেন রাজশাহীতে কর্মরত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। …