সোমবার , অক্টোবর ১৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরের ছাতনীতে দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

নাটোরের ছাতনীতে দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,নটোর
নাটোরের ছাতনীতে দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর একটার দিকে ছাতনি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর সামনে এই দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। ” আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ ” এই প্রতিপাদ্য সামনে রেখে স্বপ্ন সমাজ উন্নয়ন সংস্থা- এর আয়োজনে ওব্রিটিশ কাউন্সিল এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর নলডাঙ্গা থেকে নির্বাচিত সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।-কমিউনিটি রিসোর্স সেন্টার ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু প্রমুখ। আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ। দুর্নীতির অভিযোগ জানাতে ফ্রি কল করুনঃ দুর্নীতি রুখবে এক শূন্য ছয়(১০৬)

আরও দেখুন

বেড়াতে এসে কেউটে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ……….নাটোরের বড়াইগ্রামে কাল কেউটে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে১৯ দিন চিকিৎসাধীন থাকার …