নিজস্ব প্রতিবেদক
নাটোর রাজশাহী মহাসড়রেক চানপুর বাজারে আতাউর রহমান আতা (৫৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাটোর থানার ওসি (তদন্ত) তথ্যটি নিশ্চিত করেছেন। সোমবার দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আতা নাটোরের তেবাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, আতা মোটরসাইকেল চালিয়ে চানপুর বাজারের একটি চা স্টলে এসে চা খাওয়ার পর টয়লেট চাপ দেয়। বাজারের একটি পাবলিক টয়লেটে যাওয়ার বেশ কিছুক্ষণ পর টয়লেটের পাইপে রক্ত পড়তে দেখে লোকজনের সন্দেহ হয়। এরপর টয়লেটের দরজা ভিতর থেকে বন্ধ পেয়ে ৯৯৯ এ পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা, বাথরুমের ভেতর স্ট্রোক করে পড়ে গিয়ে রক্তপাতে তিনি মারা যান।
উল্লেখ্য, নিহত আতাউর রহমান আতা দীর্ঘদিন ধরে বেশ কিছু রোগাক্রান্ত ছিল। এর আগে দুইবার ভারতে গিয়ে তিনি চিকিৎসা নিয়ে এসেছেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …