নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের চন্দনপুর পল্লী বিদ্যুতের গ্রাহকসেবা উঠান বৈঠক অনুষ্ঠিত

নাটোরের চন্দনপুর পল্লী বিদ্যুতের গ্রাহকসেবা উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “মুজিব বর্ষ” পল্লী বিদ্যুতের ‘সেবা বর্ষ’ এই স্লোগানে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজনে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে নাটোর সদরের চন্দনপুর এলাকায় গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার সদস্য সেবা আনোয়ার হোসেন, সহকারী জেনারেল ম্যানেজার অর্থ/রাজস্ব, সারোয়ার আলম হাওলাদার পিইউসি মোহাম্মদ আজিমুল হক ওয়ারিং পরিদর্শক মাসুম রানা প্রমুখ। ঘরে ঘরে হয়রানি মুক্ত এবং দ্রুততম সময়ের মধ্যে পল্লী বিদ্যুতের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এলাকাভিত্তিক উঠান বৈঠকের অংশ হিসেবে চন্দনপুর এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এখন থেকে সেবা নেয়ার জন্য গ্রাহককে অফিসে যেতে হবে না। বরং পল্লীবিদ্যুৎ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।

আরও দেখুন

নাটোরে কোটাবিরোধী এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ৫ পুলিশ সহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি নাটোরে কোটাবিরোধী এবং ছাত্রলীগের মধ্যে দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ চলেছে। আজ …