বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের গুরুদাসপুর থেকে গাঁজার গাছসহ একজনকে আটক করেছে র‌্যাব

নাটোরের গুরুদাসপুর থেকে গাঁজার গাছসহ একজনকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
নাটোরের গুরুদাসপুর থেকে গাঁজার গাছসহ আয়নাল হক (৬০) নামে একজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার দুইটার দিকে উপজেলার কুমারখালী চরাপাড়া এলাকা থেকে ৫ কেজি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।  আটককৃত আয়নাল উপজেলার কুমারখালী চরাপাড়া গ্রামের মৃত তছের আলীর ছেলে।  

র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল উপজেলার কুমারখালী চরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আয়নালকে ওই গাঁজার গাছ সহ হাতেনাতে আটক করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ গাজার গাছ উৎপাদন ও এর কাঁচা লতা, পাতা ও ফুল বিক্রয় করে আসছে বলে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।

পরে র‌্যাব তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গুরুদাসপুর থানায় হস্তান্তর করে।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …