নিজস্ব প্রতিবেদক,,,,,,,,, নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় মোতালেব হোসেন (৪৫) এবং শাহআলম (৪০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ ২৬ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব পাবনা জেলার চাটমোহর উপজেলার কেশবপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে এবং শাহ আলম একই এলাকার মৃত জয়নুদ্দিন প্রামানিকের ছেলে। তারা পেশায় দুজনই সার ব্যবসায়ী। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, আজ ২৬ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মোতালেব এবং শাহ আলম মোটরসাইকেল যুগে চাটমোহর তাদের বাড়ি ফিরছিলেন। একই সময় ঢাকার দিক থেকে আসা একটি ট্রাকের সাথে কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মোতালেব এবং শাহ আলম রাস্তায় ছিটকে পড়ে গেলে ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশের এবং গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে আসে। এই ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও দেখুন
সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী আটক করলেন আনসার সদস্যরা
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,সোনালী ব্যাংকের বড়াইগ্রাম শাখা থেকে উত্তোলণকৃত গ্রাহকেরনগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় ছিনতাইকারীকে আটক করে …